তাড়াশে বিষম ডাংগা গালর্স স্কুল এন্ড কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

- আপডেট সময় : ০৬:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষম ডাংগা গার্লস স্কুল এন্ড কলেজ ২০২৩ সালের এসএসসি পরিক্ষাথীদের কাছ থেকে ব্যবহারিক পরিক্ষার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এই অবৈধ কাজটি করেছে ভারপাপ্ত প্রধান শিক্ষক চঞ্চল কুমার মাহাতোএমন অভিযোগ করে ঐ স্কুলের ছাত্রীরা।
জানা যায়, উপজেলার দেশিগ্রাম ইউপির বিষম ডাংগা গার্লস স্কুল এন্ড কলেজ ব্যবহারিক পরিক্ষার নামে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা করে প্রধান শিক্ষক সরকারি বিধি লংঘন করে হাতিয়ে নিচ্ছে।শিক্ষকদের চা-নাস্তার কথা বলে টাকা নিলেও কোন শিক্ষককে মূল্যায়ন পরীক্ষার রাখেনি প্রধান শিক্ষক।
এ বিষয়ে বিষম ডাংগা স্কুল এন্ড কলেজের ভারপাপ্ত প্রধান শিক্ষক চঞ্চল কুমার মাহাতো সাথে কথা বললে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমাদের সকল শিক্ষকদের টাকা ও কেন্দ্র ফি দিতে হয় তাই ছাত্রীদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে তাড়াশ মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এমন অতিরিক্ত টাকা নেওয়ার কোন বিধান নাই যদিও নেই তাহলে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।