বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
সেই নূপুরের শব্দ

শফিকুল মুহাম্মদ ইসলাম ::
- আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

সেই নূপুরের শব্দ
শফিকুল মুহাম্মদ ইসলাম
সেই নূপুরের শব্দ আজো করে স্তব্ধ
ভাবি একলা নিত্য বসে,
নিদ্রা নাহি মম ওই চেতনার সম
চোখের অশ্রু পড়ে খসে!
কত স্বপ্ন দেখি ঘুমের ঘোরে মেকি
কেমন করে স্পর্শ দিলে,
তুমি ভালোবেসে আমায় অবশেষে
যেন কাছে টেনে নিলে!
মনে পড়ে নৃত্য কৌতুহলী চিত্ত
তব বাঁকা চোখের দৃষ্টি,
মায়াবিনী টানে মন উদাসী গানে
হৃদ আকাশে ঝরে বৃষ্টি।
উসখুসালো চুল’গো কানে পরে দুল’গো
তুমি রূপবতীর মত,
তোমার স্বপ্ন নিয়া ব্যাকুল আজো হিয়া
উদাসিত আমি শত।
চেতনার ঘর বাঁধি বিরহের সুর সাধি
উঠে যখন রাতের শশী,
আসলে বুঝি ফিরে আমার ভাঙা নীড়ে
তাই তো রাত যাপনে বসি!
লেখক, কবি, কথাসাহিত্যিক ও কলামিস্ট
সম্পাদক ও প্রকাশক: দৈনিক দিকের বার্তা
ঠিকানা: বাউশাম, কলমাকান্দা, নেত্রকোনা