বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতা : মা তুই

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

কবিতা : মা তুই
মোঃ জাবেদুল ইসলাম
মা তুই কোথায় গেলি,
কোন পাহাড়ের ওপার।
অই পাহাড়ে কেন মাগো,
আছিস তুই চুপটি করে এবার।
তুই না এলে মা আমার,
কে বা দিবে খাবার।
তোর মতো কাছে বসে,
করবে না আদর আবার।
মিষ্টি মধুর গল্প শোনায় মা
আমায় ঘুম পারবে কে?
তুই যে আমার ঘুম পারাতি,
দোলনা ঠেলে ঠেলে।
শীতল হতো প্রাণটি আমার,
হাতটি বুকে পেলে।
তোর মতো আদর সোহাগ,
স্নেহ ভালোবাসা।
আর পাবো না মাগো আমি
তিন ভূবনে কোথাও।
***************************