আমিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সাবেক প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আইয়ুব আলী বাবুল সিআইপি‘র আম্মা রহিমা বেগম এর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল দুবাইয়ের একটি স্থানীয় হোটেল হল রুমে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্বে করেন সংঘঠনের সভাপতি কাজী মোহাম্মদ আলীর ও দপ্তর সম্পাদক ছাদেক চৌধুরী সোকন এর পরিচালনায় গত ১৮ই মে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির ধর্মীয় সম্পাদক মাওলানা মোঃ সেলিম উদ্দিন তৈয়বী।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সাবেক প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুদ্দিন আহমদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সভাপতি মাওলানা মোঃ ফজলুল কবির চৌধুরী, সংগঠনের উপদেষ্টা একে আজাদ, সহ সভাপতি মোস্তফা কামাল শিমুল সি আই পি, দুবাইয়ের জনতা ব্যাংকের ম্যানেজার আবদুল মালেক, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ আজম খান, মৌলানা আবদুল কাদের, সৈয়দ খোরশেদুল আলম, সরোয়ার মুহুরী প্রমুখ।
মাহফিলে সংঘঠের পক্ষ থেকে বক্তব্য রাখেন হানিফ ভুট্টো, কাজী নজরুল ইসলাম, আজিমুল গনি, জামাল উদ্দিন, মোঃ সাইফুল করিম মন্জু, আবদুল কাদের, মিনহাজুল রহমান, জসিম উদ্দিন প্রমুখ।
পরিশেষে মরহুমা রহিমা বেগমের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি আল্লাহর দরবারে দোয়া করা হয়।