সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ও সিইও হলেন ইমাম হোসাইন মিলু

- আপডেট সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গরানিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ আওয়ামী লীগ আলফাডাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসাইন অন্যতম বিমা কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নিয়োগের অনুমোদন দিয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমাম হোসাইন।
জানা গেছে, ইমাম হোসাইন ২০০১ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ শুরু করেন।এক সময়ে তিনি এই বিভাগে প্রধানের দায়িত্ব পালন করেন।এরপর তিনি ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সোনার বাংলা ক্যাপিটালের মহা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব পালন করে আসছেন তিনি।