মাদকদ্রব্য হেরোইন ক্রয় এবং বিক্রয়কালে ২ জন যুবককে আটক করেছে বগুড়া সারিয়াকান্দি থানার পুলিশ।
আটক হেরোইন কারবারি হলো উপজেলার পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আলম মিয়া (৩২) এবং একই গ্রামের নিয়ামত প্রাং এর ছেলে শাজাহান ওরফে গামা (৩২)।
একই দিনে অপহরণে সহায়তাকারী আসামী উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল মজিদ আকন্দ (৬০) কেও গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার মামলা সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার পৌর এলাকার যুগোল কিশোর মন্দিরের সামনে অভিযান পরিচালনা করে হেরোইন কারবারিদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন,আটক আসামীদের বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।