সুজানগরে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

পাবনার সুজানগর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্য বিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এ অনুষ্ঠানের আয়োজন করে।
সজীব দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।
তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানে সুজানগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দিল আফরোজ, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ,তাই আমাদের সবার উচিত বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরি করা।আমি মনে করি এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ-তরুণী বাল্যবিয়ে প্রতিরোধে সচেষ্ট হবে এবং বাংলাদেশ বেতারের শ্রোতা ও অভিভাবকগণ এ বিষয়ে সচেতন হবেন।
উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত আট বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই. ই. এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।সুজানগরের এই অনুষ্ঠানটি আগামী ০৩ জুন শনিবার রাত ৮ টা ১০ মিনিটে পরিচালক মোঃ বশির উদ্দীনের নির্দেশনায়, উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে এবং সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।