বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
বেলকুচিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ!

আবু মুছা,বেলকুচি প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা অংশ গ্রহন করেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দিনব্যাপি স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আয়োজনে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠান উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
সোহাগপুর নূতন পাড়া এ,এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানূর বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম গোলাম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলমসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমূখ।