যশোরের কেশবপুরে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলোজি ফাউন্ডেশনের (পিটিএফ) শাখা পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০জানুয়ারী সকালে কেশবপুর শহরের মাইকেল মোড়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে পিটিএফ’র চেয়ারম্যান এ কে আজাদ-ইকতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মজিদ,অধ্যক্ষ জাকির হোসেন এবং ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব সোনাম উদ্দীন সোহেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুরের শাখা পরিচালক আনিসুর রহমান।
কর্মশালায় বক্তারা বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনামূলক আলোচনা ও চিকিৎসকগণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় পিটিএফ’র দেশের বিভিন্ন স্থানের ৭৫ জন শাখা পরিচালকের মধ্যে ১০ জনকে সেরা ঘোষণা করে পুরস্কৃত করা হয়।