কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১০ জানুয়ারী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারী আওয়ামী লীগের দলীয় কার্য্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবু রশিদ,উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী,উপজেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইকবাল,কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।