সকল ষড়যন্ত্র প্রতিহত করে স্বাধীনতা সমুন্নত ও রক্ষা করতে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আগামী নির্বাচনে আবারও আসবে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) আটঘোরিয়ায় কম্বল বিতরণকালে ঈশ্বরদী-আটঘোরিয়া আসনের এমপিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস একথা বলেছেন।
এমপি বিশ্বাস আরও বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশ আজ অনেক এগিয়ে গেছে।জননেত্রী জনগণের জন্য দেশে যে উন্নয়ন করেছেন,জনগণ ভুল করবে না।উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও নৌকায় ভোট দিবে।ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধীদের রুখতে একাত্তরের মতো দলীয় নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলার আহব্বান জানান তিনি।
এসময় আটঘোরিয়ার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য ৫টি ইউনিয়ন, ১টি পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতাদের হাতে ২,৫০০ কম্বল তুলে দেয়া হয়।
আটঘোরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহীদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোহাইমিন ইসলাম চঞ্চল, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক জাহিদুল ইসলাম মুকুল, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক আব্দুল কাদের, আওয়ামী নেতা কোরবান আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহব্বায়ক শরীফুল ইসলাম শরীফ, ছাত্রলীগ সভাপতি মল্লিক মো: তন্ময় এসময় উপস্থিত ছিলেন।