অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় তিন মালিককে গুনতে হলো ৬ লক্ষ ৫০ হাজার টাকা

- আপডেট সময় : ০৯:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত ৩ টি ইটভাটাটার মালিককে ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স এস আই টি ব্রিকস, ভাটার মালিক মোঃ আব্দুল মজিদ আপেলকে ২লক্ষ টাকা , মেসার্স সুপ্রিয় ব্রিকস, ভাটার মালিক মোঃ বাবলুর রহমানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং মেসার্স এস*কে ব্রিকস, ভাটার মালিক রাম বাবুকে ৩ লক্ষ টাকা সহ মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা ধার্য্যপূর্বক আদায় করে একদল ফায়ার সার্ভিসের কর্মী দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম নেতৃত্বে প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী এবং এ সময় আনসার ব্যাটেলিয়ন, ঠাকুরগাঁও, জেলা পুলিশ, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঠাকুরগাঁও এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।