দুবাই বিমানবন্দরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি সংবর্ধিত

- আপডেট সময় : ১২:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং যুগ্ন সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি সুইডেনে ইউ ইনডু প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরাম এ অংশ নিতে যাওয়ার সময় বৃহস্পতিবার (১১ মে) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি কালে ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, দুবাই নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, আমিরাতে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার সহ নেতৃবৃন্দরা উপস্হিত থেকে শুভেচ্ছা জানান।
আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের, প্রচার সম্পাদক সাজ্জাদুর ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক রিয়াদ বিন রাজু, সাইফুল ইসলাম হারুন, ইমদাত হোসেন, জোবাদুল করিম, খোরশেদুল আলম, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ এরশাদ, মালেক আবদুল্লাহ, আমিরাতে আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও লক্ষীপুর রামগন্জ উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী সাইফুল আলম সহ নেতৃবৃন্দরা উপস্হিত থেকে শুভেচ্ছা জানান।
এই এসময় তথ্যমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তাই আপনারা দেশের উন্নয়নে কাজ করবেন।তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।