মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

পটুয়াখালীতে সরকারি বন বিভাগের অফিসে একই পদে দুই কর্মকর্তা,বেতন তুলছে আলাদা

পটুয়াখালীর বাউফলে বন কর্মকর্তার কার্যালয়ে ৫ মাস ধরে একই পদে দুই কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঝালকাঠি থেকে মোঃ বদরুলজ্জামান সোহাগকে বাউফল উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।কিন্তু ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কে,এম, ফিরোজ কবীর যোগদানকৃত বন কর্মকর্তা বদরুলজ্জামান সোহাগকে এখন পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেয়নি।

অথচ গত ৫ মাস ধরে দুই কর্মকর্তা বাউফল থেকে একই পদের অনুকুলে বেতন ও অন্যান্য ভাতা উত্তোলন করছেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কে, এম, ফিরোজ কবীর বলেন, ‘এটা কোন ধরনের কথা, তাকে আমি ক্ষমতা বুঝিয়ে দিব না দিব এটা আমার বিষয়।’

সদ্য যোগদানকৃত উপজেলা ভারপ্রাপ্ত বন বর্মকর্তা মোঃ বদরুলজ্জামান সোহাগ ঘটনার সত্যতা স্বাীকার করে বলেন, ‘কে, এম, ফিরোজ কবীরের ১৫ মে দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা রয়েছে।এখন তিনি পটুয়াখালী জেলা বন কর্মকর্তার কার্যালয় থাকেন।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আল আমিন বলেন, ‘শুনেছি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফিরোজ কবীর বদলি হয়েছেন।দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারণ জানিনা।বিষয়টি দেখতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 18 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x