বাউফলে গাঁজাসহ ২জন গ্রেপ্তার

- আপডেট সময় : ০২:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ৩৫কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কারখানা লঞ্চঘাট থেকে তাদেরকে ওই মাদকসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যাক্তির নাম মো লিমন সরদার (২৩) এবং শাকিল হাওলাদার (২১)।লিমনের বাড়ি কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এবং শাকিলের বাড়ি বীরপাশা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেরে আসা জামাল ৫ লঞ্চে অভিযান চালান বাউফল থানা পুলিশ।এসময় একটি ওয়ারড্রপ লঞ্চ থেকে নামানো হলে তাতে তল্লাশি চালিয়ে ড্রয়ারের ভিতর থেকে বস্তাবৃত অবস্থায় দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়।ওই বস্থা খুলে ভেতরে থাকা গাঁজা পরিমাপ করে ৩৫ কেজি নিশ্চিত করা হয়।এসময় সাথে থাকা শাকিল ও লিমন নামের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।এসময় সাইফুল ইসলাম (৩২) নামের অপর একব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়।পরে উদ্ধারকৃত নেশাদ্রব্য বাউফল থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়।
এঘটনায় বাউফল থানায় ২০১৮ সালের মাদকনিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ ব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আল মামুন বলেন,বিভিন্ন তথ্য উপাথ্যের মাধ্যমে আমরা অভিযান চালিয়ে দুই বস্তা নেশাদ্রব্য উদ্ধার করতে সক্ষম হই।ওজন দেয়ার পর নিশ্চিত জয়েছি এখানে ৩৫ কেজি নেশাদ্রব্য রয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।