বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিস কমানোর ওষুধ মানবদেহের ফ্যাট টিস্যুতে

যমুনা প্রতিদিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৩:০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৫২ বার পড়া হয়েছে

১০০ বছর আগে ইনসুলিনের আবিষ্কার ডায়াবেটিস রোগীদের চোখেমুখে সুস্থ থাকার আশা সঞ্চার করেছিল।
এবার যুক্তরাষ্ট্রের সাল্ক ইনস্টিটিউটের গবেষকদের দাবি- মানবদেহের ফ্যাট টিস্যুতে উৎপাদিত এক প্রকার অণু ইনসুলিনের মতোই শক্তিশালী এবং দ্রুত রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে।
আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সেল মেটাবলিজম’-এ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
তাদের এ অনুসন্ধান ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে নতুন থেরাপি উদ্ভাবনের পথ খুলে দিয়েছে,যা দিয়ে বিপাক গবেষণায় এফজিএফ১ নামের এ কোষ উৎপাদন বৃদ্ধির কৌশল আবিষ্কৃত হতে পারে।
এ পদার্থটি মূলত একটি হরমোন।এ হরমোনটি চর্বি ভাঙন (লাইপোলাইসিস) প্রতিরোধ করে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে।