ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
বিশেষ বিজ্ঞপ্তি ::
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল 'যমুনা প্রতিদিন ডট কম' এ আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে চলছে পরিপক্ক আম কেনাবেচা মধুপুরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ ভাঙ্গায় অবৈধ স্থাপনাসহ ১৫০ দোকানপাট দখলমুক্ত কমলনগরে ছাত্রলীগের ৬ ইউনিয়ন কমিটি বিলুপ্ত শিশু শাহজাহানকে উদ্ধার করল গোয়াইনঘাট থানা পুলিশ দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে বিলম্ব হওয়ায় সংক্ষুদ্ধ বীর মুক্তিযোদ্ধারা,দ্রুত নির্মাণের দাবি জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে হুইপ স্বপনের মুক্ত আলোচনা অনুষ্ঠিত

তিস্তা নদীর পাড়ে

সাহিত্য প্রতিদিন ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:১৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
যমুনা প্রতিদিন অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিস্তা নদীর পাড়ে

মোঃ জাবেদুল ইসলাম

বন্ধু, সোনা মিয়ার বাড়ি,
তিস্তা নদীর পাড়ে।
প্রতি বছর ছোবল মারে
বন্যা সর্বনাশে।
বন্ধু, সোনার তিস্তা পাড়ে,
দুটি কুঁড়ে ঘর।
একটাতে রাধে বারে,
অন্যটাতে ঘুমায়।
বউ বাচ্চা নিয়ে সোনার,
কষ্টে কাটে দিন।
রাতের বেলা ঘুমাতে গেলে,
আসে না চোখে নিন।
মাঘের শীতে একটু খানি,
গামছা পড়ে সোনা।
ডুব দিয়ে পাথর তুলে,
পানি বরপ ঠান্ডা।
কখনো তুলে পাথর সোনা,
কখনো ধরে মাছ।
অতি কষ্টে জীবন সোনার,
কাটে বারো মাস।
ফসলি ছিল তিনখান ভুঁই,
তিস্তার অই পাড়ে।
ধান পাট ভুট্টা ফলায় সোনা
শাক সবজি পুঁই।
পাশের চরে মন্টু মিয়ার
রুপালী একটি মেয়ে।
সারা দেহে এতো রূপ তাঁর,
চোখ পড়ে না ফিরে।
রূপালীরে একদিন সোনা,
আসলো নিয়ে ঘরে।
সুখের সংসার গড়বে সোনা
আশা নিয়ে অরে।
সুখে অনেক দিন কেটে যায়,
সোনা, রূপালীর।
একদিন হঠাৎ গভীর রাতে,
শুনি কোলাহল।
তিস্তা নদীর করাল গ্রাসে,
ভাসিয়ে গেল সব।
সাতরে কেবল জীবন বাঁচায়,
রূপালী আর সোনা।
এ’পাড়েতে তারা দু’জন,
বাঁধলো সুখের ঘর।
কাজ কর্ম নেইতো কোথাও
হয় না উপার্জন।
কাজের খোঁজে যেতে হয়,
সুদুর ঢাকা শহর।
সেখানেতেও মেলে না কাজ,
জ্বালা দুঃ বিসহ।
তিস্তা পাড়ে বহু জমি,
পড়ে আছে পতিত।
এখানেতে ইপিজেড, পর্যটন,
প্রজেক্ট, হতো যদি অধিক।
পাঁচটি জেলার ভিতর দিয়ে
তিস্তা বয়ে গেছে।
লক্ষ কোটি একর জমি,
তিস্তা ধরে আছে।
তোমরা যায়া আছো বসে,
নদী কমিশনে।
তিস্তা নদী কর খনন,
করমো বাড়াও মোদের।
সংসদে আছেন যারা,
এমপি, মিনিস্টার।
তিস্তা নদীর আলোচনা,
করো বার বার।
এই নিবেদন করছি আমি,
বসে তিস্তা নদীর পাড়ে।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিস্তা নদীর পাড়ে

আপডেট সময় : ১২:১৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

তিস্তা নদীর পাড়ে

মোঃ জাবেদুল ইসলাম

বন্ধু, সোনা মিয়ার বাড়ি,
তিস্তা নদীর পাড়ে।
প্রতি বছর ছোবল মারে
বন্যা সর্বনাশে।
বন্ধু, সোনার তিস্তা পাড়ে,
দুটি কুঁড়ে ঘর।
একটাতে রাধে বারে,
অন্যটাতে ঘুমায়।
বউ বাচ্চা নিয়ে সোনার,
কষ্টে কাটে দিন।
রাতের বেলা ঘুমাতে গেলে,
আসে না চোখে নিন।
মাঘের শীতে একটু খানি,
গামছা পড়ে সোনা।
ডুব দিয়ে পাথর তুলে,
পানি বরপ ঠান্ডা।
কখনো তুলে পাথর সোনা,
কখনো ধরে মাছ।
অতি কষ্টে জীবন সোনার,
কাটে বারো মাস।
ফসলি ছিল তিনখান ভুঁই,
তিস্তার অই পাড়ে।
ধান পাট ভুট্টা ফলায় সোনা
শাক সবজি পুঁই।
পাশের চরে মন্টু মিয়ার
রুপালী একটি মেয়ে।
সারা দেহে এতো রূপ তাঁর,
চোখ পড়ে না ফিরে।
রূপালীরে একদিন সোনা,
আসলো নিয়ে ঘরে।
সুখের সংসার গড়বে সোনা
আশা নিয়ে অরে।
সুখে অনেক দিন কেটে যায়,
সোনা, রূপালীর।
একদিন হঠাৎ গভীর রাতে,
শুনি কোলাহল।
তিস্তা নদীর করাল গ্রাসে,
ভাসিয়ে গেল সব।
সাতরে কেবল জীবন বাঁচায়,
রূপালী আর সোনা।
এ’পাড়েতে তারা দু’জন,
বাঁধলো সুখের ঘর।
কাজ কর্ম নেইতো কোথাও
হয় না উপার্জন।
কাজের খোঁজে যেতে হয়,
সুদুর ঢাকা শহর।
সেখানেতেও মেলে না কাজ,
জ্বালা দুঃ বিসহ।
তিস্তা পাড়ে বহু জমি,
পড়ে আছে পতিত।
এখানেতে ইপিজেড, পর্যটন,
প্রজেক্ট, হতো যদি অধিক।
পাঁচটি জেলার ভিতর দিয়ে
তিস্তা বয়ে গেছে।
লক্ষ কোটি একর জমি,
তিস্তা ধরে আছে।
তোমরা যায়া আছো বসে,
নদী কমিশনে।
তিস্তা নদী কর খনন,
করমো বাড়াও মোদের।
সংসদে আছেন যারা,
এমপি, মিনিস্টার।
তিস্তা নদীর আলোচনা,
করো বার বার।
এই নিবেদন করছি আমি,
বসে তিস্তা নদীর পাড়ে।