ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (০৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী তিন বছরের জন্য তাঁদের এ পদে নিয়োগ দিয়েছেন।এ পদে দায়িত্ব পালনকালীন তারা বিধি মোতাবেক সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করবেন।
জানা যায়, আইআইইআর এর পরিচালক পদটি দীর্ঘ সাত মাস অবধি শূন্য ছিল।ফলে গবেষণাকর্মসহ বিএড, এমএড এর পরীক্ষাসমূহ স্থগিত ছিল।
নতুন পরিচালক নিয়োগ পাওয়ায় গবেষণাকর্মসহ আইআইইআর’র সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম বেগবান হবে প্রত্যাশা শিক্ষার্থীদের।
এ বিষয়ে নতুন পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন,‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে এ পদের জন্য মনোনীত করেছেন।অনেক কাজের চাপ থাকায় উক্ত দায়িত্বে আজকে যোগদান করতে পারিনি।আগামীকাল যোগদান করবো।এ পদে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’