শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাইলো উদীচী মান্দায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ফাহিমের মৃত্যু “আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগাল-২০২৪” এর জার্সি ও ট্রফি উন্মোচন বাঘা প্রেসক্লাবে সাংবাদিকের সাথে বিএনপি নেতা মানিক খানের মতবিনিময় মান্দায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন নালিতাবাড়ী সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়  মান্দায় ইউপি সদস্যদের অভিযোগের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সারিয়াকান্দিতে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

পবিপ্রবি’র ৩১ শিক্ষার্থী পেল ডিন’স মেরিট অ্যাওয়ার্ড

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের কৃতী শিক্ষার্থীদের ডিন’স মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের কৃতিত্ত্ব ফলাফলের স্বরুপ ৩১ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রথম বারের মতো বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ২৩ জন শিক্ষককে তাদের পাবলিকেশন ও পিএইচডি’র জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

৮ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ডিন’স মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের ডিন’স মেরিট প্রাপ্ত শিক্ষার্থী সাকির উস সালেহীন বলেন,পবিপ্রবিতে এই প্রথম একসাথে শিক্ষক,শিক্ষার্থীদের নিয়ে ভালো কাজকে উৎসাহিত করার জন্য এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।এ অনুষ্ঠান আয়োজন করার জন্য ডীন মহোদয়কে ধন্যবাদ জানাই।এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভালো কিছু করার অনুপ্রেরণা তৈরী হয়।ভবিষ্যতে এই প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় থাকবে আশা করি।

২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের ডিন’স মেরিট প্রাপ্ত শিক্ষার্থী ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড.কুমার দেবাশীষ দত্ত বলেন,ব্যবসা প্রশাসন অনুষদের পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৩ এমন একটি অনুষ্ঠান যেখানে অনুষদের কর্মচারী থেকে শিক্ষকবৃন্দ সকলকে সম্মানিত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন এই প্রথম।

বিশ্ববিদ্যালয়ের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে, শিক্ষকবৃন্দকে এবং সকলকে আগামীতে ভালো কিছু করার জন্য উৎসাহিত করবে। ”

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বাশার খান বলেন,”শিক্ষার্থীদের উন্নয়নে আমাদের সকলেরই আগ্রহী মনোভাব নিয়ে কাজ করা দরকার।তাদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে আগামীর সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ”

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “সিজিপিএ বৃদ্ধির দিকে সবার মনোযোগ দেওয়া দরকার। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও গবেষণা দিয়ে সামনের দিকে এগোতে হবে।ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দিলে দেশে বেকারত্ব সমস্যা অনেকাংশেই রোধ করা সম্ভব।

এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান,অধ্যাপক মোঃ জাকির হোসেনসহ অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com