বিক্ষোভে উত্তাল ইসরাইল

- আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে

ইসরাইলের বিচার বিভাগের সংস্কার বিরোধী প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্তের প্রতি আর আস্থা নেই বলে এক বৈঠকে জানান তিনি।এরপরই ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে।
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ধর্মঘটের ডাক দিয়েছে সেখানকার কর্মীরা।বন্ধ রাখা হয়েছে সব ধরনের কার্যক্রম।
এছাড়া জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করেছে পুলিশ ও সেনাবাহিনী।আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।
বরখাস্তের পর গ্যালান্ত এক টুইটে জানান, ইসরাইলের নিরাপত্তার জন্য সবসময় তার লক্ষ্য অবিচল থাকবে।বিচারব্যবস্থা সংশোধনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছিলেন গ্যালান্ত।
এদিকে, বিক্ষোভ শুরুর পর যত দ্রুত সম্ভব সমঝোতায় আসতে দেশটির নেতাদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বরখাস্ত হওয়া ইয়োভ গ্যালান্ত একজন অবসরপ্রাপ্ত সৈনিক, যিনি গত কয়েক সপ্তাহ ধরে রিজার্ভ বাহিনীর সদস্যদের কাছ থেকে শুনে আসছেন যে তারা আইন পরিবর্তনে অসন্তুষ্ট।