সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বেলকুচি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রামানিক।শনিবার ৭ জনুুয়ারি বিকাল ৪:৪০ মিনিটে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ইন্তেকাল করিয়াছেন।ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো (৬৫) বছর।তিনি স্ত্রী পুত্র কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বেলকুচির সকল শ্রেণীর মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।দলে দলে লোকজন তাকে শেষ বারের মতো একাবার দেখতে ছুটে আসছে তার বাড়ীতে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস,সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল মমিন মন্ডল,উপজেলা পরিষদের চেয়ানম্যান নুরুল ইসলাম সাজেদুল,পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস,পৌর আওয়ামী লীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম শরিফ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলনসহ ছাত্রলীগ যুবলীগের নেত্রীবৃন্দ।
রবিবার (৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় বেলকুচি সরকারী কলেজ মাঠে তার জানাজা নামাজ শেষে মুকুন্দগাঁতী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।