সাড়া ফেলেছে শাহরিয়ার আশিকের প্রবাসী গান “বাবার কাঁধে ছেলের লাশ”

- আপডেট সময় : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান রবিউল অফিসিয়াল থেকে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হওয়ার পরপরই সাড়া ফেলেছে বর্তমান সময়ের তরুণ প্রতিভাবান শিল্পী শাহরিয়ার আশিকের নতুন গান ‘বাবার কাঁধে ছেলের লাশ’।
টিকটক স্টার প্রবাসী মানিক মিয়ার অভিনয়ে “বাবার কাঁধে ছেলের লাশ” গানটির কথা লিখেছেন গীতিকবি রবিউল হাসান নাহিদ।গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় ব্যস্ততম মিউজিক কম্পোজার রোহান রাজ।
রবিউল হাসান নাহিদের প্রযোজনা ও আকাশ আহমেদের পরিচালনায় গানটিতে অভিনয় করেছেন- মানিক মিয়া, স্বপ্না বেগম, হেলাল আহমেদ রাজু, আরিয়ান খান ইব্রাহিম।গানটির পাবলিসিটি ডিজাইনার হিসেবে ছিলেন মুন্না।
ইতোমধ্যেই গানটি টিকটক, ফেইসবুক, ইন্সটাগ্রাম সহ বিভিন্ন প্লাটফর্মে সাড়া ফেলতে শুরু করেছে।
এক সাক্ষাৎকারে শিল্পী শাহরিয়ার আশিক বলেন, আমি গানটি নিয়ে ব্যাপক আশাবাদী।আশাকরি বরাবরের মতো এই গানটিও দর্শকপ্রিয়তা পাবে।
এদিকে টিকটক স্টার মানিক মিয়া বলেন, প্রবাসীদের বাস্তবতা নিয়ে গানটির সাথে যুক্ত থাকতে পেরে খুবই ভাল লাগছে।ইতোমধ্যে গানটি ৭ লক্ষ ভিউজ অতিক্রম করেছে।