বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
বিচিত্র নদীর ধর্ম

সাঈদুর রহমান লিটনঃ
- আপডেট সময় : ০৯:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে

বিচিত্র নদীর ধর্ম
সাঈদুর রহমান লিটন
পদ্মা নদীতে স্রোতের বেগে নৌকা চলে
ইঞ্জিনের নৌকা, লঞ্চ,স্টীমার ও চলে
নদীতে স্রোত নেই আগের মতো
তবুও পার ভাঙ্গে, চর পরে নদীর ওপার
রাক্ষুসে রূপ নদীর পুরো অবয়ব।
জোছনার আলোয় ঝিকঝিক করে নদীর যৌবন
মাছ ধরে সংসার পাতে নদীর পার বাসি,
লক্ষলক্ষ লোকের চোখের পানি নদীর স্রোত
সেই স্রোতেই নৌকা চলে, লঞ্চ স্টীমার সব
এক পার ভেঙে আর পার গড়ে।
বিচিত্র নদীর ধর্ম, অস্রু আর হাসি অভিন্ন উৎপন্নের নাম পদ্মা।