বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
রাখবো রোজা

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০৮:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে

রাখবো রোজা
গোলাপ মাহমুদ সৌরভ
আগামীকাল থেকে রাখবো রোজা
বাড়িয়ে দাও প্রভু হায়াত,
তোমার হুকুম মোরা করবো পালন
মনে প্রাণে করছি নিয়ত।
ঈমানের সাথে যেন ত্রিশ টি রোজা
রাখার তৌফিক দিও প্রভু,
সকল পাপ থেকে মোদের দূরে রেখো
মিথ্যে কথা কইনা যেন কভু।
হিংসা,বিদ্বেষ, পরনিন্দা না করি মোরা
সহি আমল করার তৌফিক দিও,
কাল হাশরে মোদের তোমার উম্মত বলে
পুলসিরাত পার করে মোদের নিও।
রোজা এলো রহমত বরকত নিয়ে
কবর বাসী পাবে না’জাত,
হালাল রিজিক দান,করো আহার করো
গরীব দুঃখী দের করোনা আঘাত।
ভোরে সেহরি খেয়ে তোমরা রোজা রাখো
কোরআন তেলাওয়াত করো সবে,
দিনের বেলা মুমিন পানাহার বন্ধ করো
নামাজ কায়েম করো বলছে রবে।