বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জে ধর্ষক হাসান আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মামুনর রশিদ,রায়গঞ্জ প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১০:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক হাসান আলীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় এলাকাবাসী ও ভূমিহীন সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধনে ধর্ষক হাসান আলীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করে।
উল্লেখ্য গত ৯ মার্চ বৃহ:স্পতিবার রাতে স্কুল ছাত্রীকে নেশাযুক্ত খাবার খাইয়ে ধর্ষণ করে হাসান আলী।