রাজশাহী’র স্বনামধন্য ট্রাভেল এজেন্সী মেইক এ উইশ তাদের ব্যবসায়িক সব পার্টনারদের নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক ডিনার নাইট এর আয়োজন করে স্থানীয় ফান ভিল রেস্টুরেণ্ট এ।
বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি ) এ অনুষ্ঠানে মেইক এ উইশ এর পক্ষে রাজশাহী ফ্রাঞ্চাইজি পার্টনার মোঃ হামিদুর রহমান লিপন ও সারওয়ার জাহান সকল এয়ারলাইন্স ও পোর্টাল পার্টনারদের ২০২২ এ সামগ্রিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২০২৩ যেন আরো সুদৃঢ় ও সংঘবদ্ধ ভাবে এগোনো যায় সেই আশাবাদ ব্যাক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্স,নভো এয়ার,ট্রিপ লাভার,ইট্রিপ রাজশাহীর সকল উচ্চপদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সকল পার্টনাররা ধন্যবাদ জ্ঞাপন করেন।ডিনার শেষে কেক কেটে ২০২৩ কে বরন করে নেয়া হয়।