বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পুরস্কার পেলেন আবিদা হোসেন

ওবায়দুল হক মানিক,দুবাই :
- আপডেট সময় : ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে ‘মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন’ অ্যাওয়ার্ড পেলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সহধর্মিণী আবিদা হোসেন।
চিত্রকলা, কমিউনিটি উন্নয়ন, সেবামূলক কাজ ও বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়।
গত ১৮ই মার্চ শনিবার দুবাইয়ে আয়োজিত ‘উইমেন্স গ্লোবাল কনফারেন্স’ অনুষ্ঠানে উনার হাতে এই সম্মাননা তুলে দেন আয়োজকরা।
সাংবাদিকদের আবিদা হোসেন জানান, এই পুরস্কার তাকে সেবামূলক ও কল্যাণধর্মী সাংগঠনিক কর্মকাণ্ডে আরও বেশি অনুপ্রাণিত করবে।