বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
রোজা

মুহাম্মদ আলম জাহাঙ্গীরঃ
- আপডেট সময় : ০৮:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৬০ বার পড়া হয়েছে

রোজা
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
রমজানের চাঁদ উঠলে গগন
বিশ্ব তেপান্তরে,
ফরজ রোজা হয় শুরু হয়
মুসলিম ঘরে ঘরে।
হিংসে গীবত ঝগড়া ছেড়ে
বিশ্ব মুসলিম জাতি,
পাক-পবিত্র শরীর নিয়ে
প্রার্থনা রয় মাতি।
বাড়ির ছোট্র শিশু-কিশোর
বড়র সাওম দেখে,
জিদ করে সব করবে রোজা
ভালোবাসা মেখে।
হালাল খেয়ে রোজা করে
কমাও পাপের বোঝা,
সারা বছর চলার নিয়ম
দ্যায় বলে দ্যায় রোজা।।