মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক শিক্ষকগনের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে বগুড়া সারিয়াকান্দিতে ৫ দিন ব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার ইউসুফ জামাল হায়দার, একাডেমিক সুপারভাইজার মিলন রহমান, ট্রেনিং কো অর্ডিনেটর সাকী মোঃ জাকিউল আলম ডুয়েল, প্রণব কুমার রায় চৌধুরী প্রমুখ।
এখানে প্রশিক্ষণার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ও জীবন জীবীকা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
বিভিন্ন জেলার মাধ্যমিক পর্যায়ের ৩৩৫ জন প্রশিক্ষণার্থী শিক্ষক উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।