বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নোয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৭ মার্চ  সকাল ৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম, পিপিএম (বার) এবং নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার।

নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো: নাজিমুল হায়দার এঁর সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলার সকল পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।সবশেষে জাতির পিতার জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মান্যবর জেলা প্রশাসক মহোদয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =


অফিসিয়াল ফেসবুক পেজ

x