রাসিকের ১৪ নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

- আপডেট সময় : ০৬:৪৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে ১৭ মার্চ (শুক্রবার) নানা কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ নং ওয়ার্ডের পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনোয়ার হোসেন আনার সন্ধ্যায় ওয়ার্ড কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করেন।এর আগে দলীয় ব্যনারে সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান তিনি।
এরপর স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বসুমতি স্কুল এন্ড কলেজের আয়োজনে শিশুদের নিয়ে কেক কাটেন বসুমতি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার হোসেন (আনার)।
এসময় কয়েকশ ওয়ার্ডবাসী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরে শিশুদের নিয়ে কেক কাটেন জননন্দিত এ কাউন্সিলর।