বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
বাবা মানে শীতল অনুভব

শাহীন খানঃ
- আপডেট সময় : ০৬:২৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে

বাবা মানে শীতল অনুভব
শাহীন খান
বাবা মানে শীতল অনুভব
বুকের ভেতর আনন্দ উৎসব
মিষ্টি মিষ্টি আদরের ফুলগুলি
ডানা মেলে প্রাণপাখি বুলবুলি।
বাবা মানে রূপকথারই ছেলে
তাকে দেখে হৃদয় ওঠে খেলে
যার তুলনা হয় না কারো সাথে
সুখের ছোঁয়া পাই যে দিনে রাতে।
বাবা মানে নির্ভয়ে পথচলা
জড়িয়ে ধরি তাকে তাহার গলা
হাজার তারা ঝলমলিয়ে ওঠে
ইচ্ছে ফড়িং ধানের ক্ষেতে ছোটে।
বাবা মানে ফাগুন ফাগুন হাসি
তাকে আমি ভীষণ ভালোবাসি
পথচলার বন্ধু আমার বাবা
আমার মতো সুখী ক’জন পাবা?
লেখক:- গীতিকার, সুরকার, ছড়াকার, কবি ও ঔপন্যাসিক।