বেলকুচিতে মাদ্রাসার নতুন ঘর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ!

- আপডেট সময় : ০২:৩২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ বেলকুচিতে দেলুয়া পূর্বপাড়া তালিমুল উম্মাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ঘর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ জানুয়ারী) দেলুয়া পূর্বপাড়া দুপুরে তালিমুল উম্মাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাদ্রাসার নতুন ঘর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এসময় আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার,বেলকুচি সদর ইউপি সদস্য ও অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ আহম্মেদ, মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আজিজ, এছাড়াও অত্র এলাকার মুরুব্বি, যুবকবৃন্দসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।