বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
বাতাস আর কিশলয়

সাঈদুর রহমান লিটনঃ
- আপডেট সময় : ০৪:৪৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৫২ বার পড়া হয়েছে

বাতাস আর কিশলয়
সাঈদুর রহমান লিটন
ঐ যে বটবৃক্ষ, বৃক্ষে নতুন কিশলয়
ফিরোজা রঙে সেজেছে বসন্তের সাজ।
পৃথিবীর সমস্ত জলপাই রঙ একাই তার
ভালোলাগা সবটুকু একাই নিয়েছে নির্বিচার।
বাতাসের সাথে করে যায় খুনসুটি
তারপর মধুর আলিঙ্গনে হয় শান্ত।
বাতাস আর কিশলয় চিরবৈরীতা
ঝরের বাতাস ক্লান্ত শ্রমিকের মতো
শুয়ে পড়ে মাটিতে, নেতিয়ে দেয় শরীর
দম্ভ আর অহংবোধে বাতাসে রাশভারি উচ্চারণ
কিশলয় ভয়ে ভয়ে রঙ হারায়, বিবর্ণতা আর
সবুজ শুণ্যতায় ভরে যায় বটবৃক্ষের সকল শাখা।
বৈশাখের দাবদাহে ঝলসে যেতে থাকে অন্তর।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর