বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
স্বাধীন দেশে

ইমরান খান রাজ :
- আপডেট সময় : ০৪:৩৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

স্বাধীন দেশে
ইমরান খান রাজ
স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই
সবার সাথে, সবার তরে হাসতে চাই।
ধনী-গরীব, উঁচু-নিচু নেই কোন ভেদাভেদ
হাতে হাত রেখে চলো ভুলে যাই বিভেদ।
আকাশে-বাতাসে উড়ছে পাখি মনের সুখে
ছোট্ট শিশু দৌড়ে যাচ্ছে মায়ের বুকে।
দেশের জন্য, দশের জন্য করবো কাজ
হারি-জিতি নাইকো ভয়, নাইকো লাজ।
প্রাক্তন শিক্ষার্থী, পদ্মা সরকারি কলেজ, দোহার (ঢাকা)