আমার দেশ
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
জগৎ মাঝে আছে যতো চির স্বাধীন দেশরে,
ধরায় অতুল আমার দেশটা তাঁর রুপের নেই শেষরে।
গ্রীষ্মকালে আমার দেশে তীব্র গরম পড়ে।
গরম ফলে সব পথিকের ঘাম দরদর ঝরে।
গাছে গাছে আম কাঁঠাল আর পাঁকে লিচুর থোকা,
মিষ্টি মধুর জাম খেয়ে মুখ রঙিন করে খোকা।
বর্ষাকালে আমার দেশে রাতে-দিনে শুধু,
বৃষ্টি পড়ে থেমে থেমে চৌদিক করে ধুধু।
নদীনালা খালে-বিলে বৃষ্টি পড়ে গাছে,
বৃষ্টি জলে টেংরা পুঁটি উথাল পাতাল নাচে।
শরৎকালে আমার দেশে ভূ-প্রকৃতির মাঝে,
তুলোর মতো মেঘের ভেলা উড়ে সকাল সাঝে।
ঝোপঝাড়ে আর কাশের বনে ফোঁটে কাশের সারি,
জলে ভরা নদ-নদী আর শান্ত থাকে খাড়ি।
হেমন্তকালে আমার দেশে সকল মাঠে মাঠে,
সোনা বরণ ধান কেটে ঐ কৃষক বেঁচে হাটে।
নাইয়র আসে মেয়ে-জামাই গাঁয়ের বাড়ি বাড়ি,
নতুন ধানের চালের পিঠা বানায় শত নারী।
শীত আসে ভাই আমার দেশে হিম কুয়াশা নিয়ে,
শীতল হাওয়ার প্রবেশ ঘটে উত্তরাঞ্চল দিয়ে।
পশু পাখি আর গরীব লোক শীতে কাতর থাকে,
গরম কাঁপড় দেহে মুড়ে ধনী তার শীত ঢাকে।
বসন্তকাল আসলে দেশে রাঙা শিমুল ফুলে,
হরেক রকম পাখ-পাখালি মধুর খোঁজে দুলে।
শিশু-কিশোর আর নর নারী অতীত স্মৃতি ভুলে,
দেশের মঙ্গল চেয়ে সবাই প্রার্থনাই হাত তুলে।।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।