বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের শ্রদ্ধার্ঘ অর্পণ

- আপডেট সময় : ০৪:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকাল ৯.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, থানা আওয়ামী লীগের শ্রদ্ধার্ঘ অর্পণে নেতৃত্ব দেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।