চারঘাটের ৬নং ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালিত

- আপডেট সময় : ০৮:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ৫২৩ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাটের ৬ নং ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে পালিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন।
এ বছর দিবসের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলের দিকে এ দিবসটির পাশাপাশি পালিত হয় জাতীয় শিশু দিবসও।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা, দোয়া ও মিলাদ সহ তবারক বিতরণের ব্যবস্থা করেন।
এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল হাশেম বাদশা প্রাঃ এর সভাপতিত্বে ও ইলিয়াস সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহা কুল।
এছাড়াও অত্র ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজগর আলী প্রাঃ, আইয়ুব আলীসহ ওয়ার্ড তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশো নেতকর্মী উপস্থিত ছিলেন।