বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
পাখির ডাকে ঘুম ভাঙ্গে

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে

পাখির ডাকে ঘুম ভাঙ্গে
গোলাপ মাহমুদ সৌরভ
পাখিরা সব জেগে ওঠেছে
সকাল হলো নাকি,
অলস যারা ঘুমিয়ে আছে
খোলে নাত আঁখি।
শালিক ময়নার কিচিরমিচির
ডাকে নানান পাখি,
শুইয়ে শুইয়ে অলস বলে
সকাল হতে বাকি।
পাখির ডাকে ঘুম ভাঙ্গে
কৃষক যায় কাজে,
সূর্য মামা জেগে ওঠেছে
ঘড়ির এলাম বাজে।
পাখির ডাকে ঘুম ভেঙেছে
রাখাল ছুটে মাঠে,
গায়ের বধূ যাচ্ছে হেঁটে
কলসি নিয়ে ঘাটে।