বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন : হান্নান-মোস্তাফিজুর পরিষদ জয়ী

দীর্ঘ ৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদেই আব্দুল হান্নান মোস্তাফিজুর রহমান পরিষদ জয়লাভ করেছে।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলাশহরের ডা. আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টায় সদর উপজেলা নির্বাচন অফিসার এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুবুল কবির ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে ৪টি সহ-সভাপতি পদের মধ্যে মো. আব্দুল ওয়াহেদ ৮১ ভোট পেয়ে প্রথম, মো. আব্দুল হান্নান ৮০ ভোট পেয়ে দ্বিতীয়, গৌরী চন্দ ৭৮ ভোট পেয়ে তৃতীয় ও মো. আজিমুল আহসান রিমন ৭৭ ভোট পেয়ে চতুর্থ হয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে এম কোরাইশী মিলু ৮১ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো. কামাল হোসেন ছোটকা ও শেখ মো. ফরিদ সায়েম ৮২  করে ভোট, কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান বুধু ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

এছাড়া নির্বাহী সদস্য পদে মো. ওবাইদুল হক ৮৩ ভোট, মো. সালাহউদ্দিন রিজন ৮২ ভোট, মো. জাবেদ আখতার ৮১ ভোট, ইমাম হোসেন ৮১ ভোট, মো. তরিকুল ইসলাম ৮০ ভোট, মো. কামাল উদ্দীন ৮০ ভোট, কামাল সুকরানা ৮০ ভোট, মো. সালামত হোসেন ৮০ ভোট, মো. হুমায়ন কবির লুকু ৮০ ভোট, মো. ফানিসুর রহমান ৮০ ভোট, মো. আজিজুল হক ৭৯ ভোট, মো. রবিউল আওয়াল ৭৮ ভোট, ওয়াহেদুল ইসলাম ৭৮ ভোট, মো. তোফিজুর রহমান পুতুল ৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত দুটি পদের মধ্যে মু. জাকিরুল ইসলাম ৮২ ভোট ও মো. আব্দুল হান্নান রজু ৮০ ভোট, মহিলা সংরক্ষিত পদে মোসা. নাদিরা হোসেন ৮১ ভোট ও মোসা. খাদিজা আক্তার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ নির্বাচনে ১৪৪ জন ভোটারের মধ্যে ৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালতে মামলাজনিত কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়।পরবর্তীতে মামলাটি আদালত খারিজ করে দিলে বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয়।এর মধ্য দিয়ে জেলার ক্রীড়াঙ্গনে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন ক্রীড়াবিদরা।

উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে জেলা প্রশাসক সংস্থাটির সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 18 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x