দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রাম ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে।
১৬ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কোচগ্রাম হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন ৪নং দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
খেলায় অংশগ্রহন করে সেন্হা এন্টার প্রাইজ স্বপ্নপুরী একাদশ বনাম পীরগঞ্জ রংপুর একাদশ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান তালুকদার, কোচগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেকেন্দার হোসেন চৌধুরী, ওয়ার্ড সদস্য আজগার আলী মন্ডল, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, খাদেমুল ইসলাম মন্ডলসহ, কোচগ্রাম ক্লাব ও লাইব্রেরীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
খেলায় স্নেহা এন্টার প্রাইজ স্বপ্নপুরী একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নেয় পীরগঞ্জ রংপুর একাদশ।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।