বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আবু মুছা,বেলকুচি প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বেলকুচি পৌর এলাকার শেরনর কামারপাড়া কবরস্থান মাঠে জানাযায় সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার শেরনর গ্রামের মৃত গঞ্জের আলী সরকারের ছেলে।
দাফনের পূর্বে তার প্রতি প্রথমে রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়।পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।
এরপর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।