কলরব শিল্পী শোয়াইবের কন্ঠে আসছে হৃদয়স্পর্শী গান “বাবা হারানোর বেদনা”

- আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশে ইসলামী সংগীতের অনন্য প্লাটফর্ম জাতীয় সাংস্কৃতিক সংগঠন “কলরব” এর জনপ্রিয় শিল্পী শোয়াইব আল হাসানের কন্ঠে আসছে “বাবা হারানোর বেদনা” শিরোনামে নতুন গান।গানটি লিখেছেন কবি শাহারুল ইসলাম সুজন।গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এইচ আহমদ।
গানটির ব্যাপারে শিল্পী শোয়াইব আল হাসান বলেন, এর আগে হামদ, নাত দেশের গান করলেও বাবাকে নিয়ে এই প্রথমবার গাইলাম।বাবার জন্য কেনা জামাটা দিতে পারলামনা।এমন একটি বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মাণ হয়েছে গানটি।খুব শিগগিরই আমার ইউটিউব চ্যানেল “শোয়াইব অফিসিয়াল” এ গানটি উপভোগ করতে পারবেন।আশা করছি বাবাভক্ত শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।
উল্লেখ্য, শিল্পী শোয়াইব আল হাসান তার বাবাকে হারিয়েছে গত বছরের ৯ জানুয়ারি।মূলত বাবাকে উৎসর্গ করে এই গান।
গানটির কথামালা:
আমার জীবন চলা শুরু বাবা তোমায় দেখে-
ছোট থেকে হলাম বড় তোমার সোহাগ মেখে।
আজ কেন হায় দূর অজানায় এই পৃথিবী ছেড়ে-
চিরতরে চলে গেলে আমায় ফেলে রেখে…
নিজের জীবন করলে জখম আমার কথা ভেবে-
তুমি ছাড়া আর কে আমায় জাপটে বুকে নেবে।
তোমার কথা পড়লে মনে
অশ্রু জমে চোখের কোণে
দুঃখের ছায়ায় দিবানিশি হৃদয় থাকে ঢেকে…
আদর করে বলতে বাবা ওরে বাছাধন-
সফলকামী হতে হবে সবার সেরা জন।
চির ঋণী তোমার ঋণে
কেমনে থাকি তুমি বিনে
ঘুমের ঘরে বাবা তোমায় আজও উঠি ডেকে…
গানটির লেখক শাহারুল ইসলাম সুজন জানান, সন্তানের কাছে মা-বাবা কখনো প্রয়াত নন।তারা সব সময় ছায়া হয়ে পাশে থাকেন।বাবার বিরহে সন্তানের হৃদয়বিদারক আর্তনাদ, স্মৃতিবিজড়িত মায়াময় কাহিনি নিয়েই গানটি লেখা, আশাকরি চমৎকার সুরের গানটি সবার কাছেই ভালো লাগবে।