বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

দেশীয় তৈরী ৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ ডাকাত আটক

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এর নেতৃত্বে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলিসহ ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকার মো. ওছমান আলীর ছেলে সানোয়ার হোসেন (৫২) নামে এক শীর্ষ ডাকাত কে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে যে, আটককৃত আসামি মো. সানোয়ার হোসেন সে এলাকার একজন শীর্ষ ডাকাত।সে সংঘটিত একটি ডাকাত দলের অন্যতম সদস্য।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ থাকে যে মো. সানোয়ার হোসেন ও তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিনসহ ৬/৭ জনের একটি গ্রুপ বিভিন্ন সময়ে নওগাঁ জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

উক্ত তথ্য পাওয়ার পর থেকে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প তাদের আটককের কার্যক্রম শুরু করে।বিভিন্ন সময়ে তাদেরকে আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে মঙ্গলবার দিবাগত রাতপ মো. সানোয়ার হোসেনকে দিলালপুর এলাকা থেকে আটক করা সম্ভব হয় র‍্যাব সদস্যরা।কিন্তু তার সহযোগী মো. ফরিদ উদ্দিন পালিয়ে যায়।পরবর্তীতে মো.সানোয়ার হোসেন এর দেখানো স্থান হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ উদ্ধার করা হয়।

মো. সানোয়ার হোসেন এর ভাষ্যমতে তার নামে ৫ টি ডাকাতি মামলাসহ মোট ১১ টি মামলা থাকলেও সিডিএমএস পর্যালোচনা করে তার নামে বিভিন্ন থানায় ৭ টি মামলার তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে আটককৃত শীর্ষ ডাকাত সানোয়ারের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com