নড়াইলে ইয়াবা ট্যাবলেট সহ আবেদা খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।এ সময় তার কাছে থাকা (২২পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবেদা খাতুন কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা ওসি ডিবি'র দিকনির্দেশনায় রবিবার রাতে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা ডিবি ওসি ডিবি মোঃ সাজেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার এর নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।