সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২৬তম টেন পাওয়ার নক-আউট ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে।
সম্প্রতি টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নব ক্রিকেট ক্লাব ১ উইকেটের ব্যবধানে সিক্সার কিং ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্ণামেন্টে নির্বাচিত হন নব দিগন্ত ক্রিকেট ক্লাবের মনির আহমদ।
পৌর শহরের পূর্ব চান্দশিরকাপন-বিদায়সুলপাণি গ্রামের পূর্বের মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
টুর্ণামেন্টের প্রথম পুরস্কার দাতা যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম শাহ ও দ্বিতীয় পুরস্কার দাতা বিশ্বনাথ ইউনিভার্স্যাল ইন্সটিটিউট ফাউন্ডার হোসাইন আহমদ।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, এলাকার মুরব্বী আব্দুর রাজ্জাক।
এছাড়া এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।