সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে নিজের মাকে ধর্ষণের অভিযোগে বিলাল হোসেন (২০) কে আটক করেছে তালা থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে নিজ মাকে জোরপূর্বক ধর্ষণ করে বিল্লাল।এ ঘটনায় শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।
আটক বিলাল হোসেন সাতক্ষীরা জেলার তালা সদরের আটারই গ্রামের মৃত. জসিম উদ্দীন মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বিলালের মা নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন।রাত আনুমানিক ১ টার দিকে মায়ের ঘরে প্রবেশ করে বিলাল।এরপর মাকে ধর্ষণ করে সে।এই ঘটনার প্রেক্ষিতে মা বাদী হয়ে তালা থানায় অভিযোগ করে।
এ বিষয়ে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, নিজ মায়ের দেওয়া অভিযোগে বিলাল হোসেনকে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদে সে তার অপকর্মের কথা স্বীকার করেছে।এ বিষয়ে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।