বিদ্যুতের অস্ব্ভাাবিক মূল্য বৃদ্ধি, চাল ডাল তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির দুটি গ্রুপ আলাদা আলাদা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।
এখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহুরুল আলম যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিহ চিলমারী উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বারী প্রমূখ।
এ সমাবেশ থেকে কুড়িগ্রামের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সকল গ্রেপ্তার কৃত নেতা কর্মীর মুক্তি অবিলম্বে ১০ দফা বাস্তবায়নের দাবি জানান বিএনপি নেতারা।
অপর দিকে মোক্তারপাড়া জেলা বিএনপির অপর কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, উলিপুর উপজেলা বিএনপি সভাপতি হায়দার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতি পঙ্গু করে বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে সরকার।এ সরকারের সময় সব পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে।অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।