বাগেরহাটের কচুয়ায় গাজাসহ আবুবকর খন্দোকার (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার বারুইখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।এসময় আবুবকরের শরীর তল্যাসী করে ৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটক শনিবার (১১ মার্চ) দুপুরে মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক আবুবকর খন্দোকার কচুয়া উপজেলার বারুইখালী এলাকার আলতাপ খন্দোকারের ছেলে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারুইখালী এলাকা থেকে মাদক কারকারি আবুবকর খন্দোকারকে আটক করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে তাকে।