নান্দাইলে শিক্ষার আলো স্টুডেন্টস্ এইড ফাউন্ডেশনের মেরিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০মার্চ) সকাল ১০ টায় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুশুলী কলেজ, মুশুলী উচ্চ বিদ্যালয় এবং মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয় এ ৪ টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকাল ১০ টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ যোগে পরীক্ষা চলে।
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মেরিট টেস্ট পরীক্ষায় উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশ গ্রহণ করে।এতে প্রায় ১হাজার ৯শত শিক্ষার্থী মেরিট টেস্ট পরীক্ষায় অংশ নেন।
সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন- অত্যন্ত শান্তিপূর্ণভাবে মেরিট টেস্ট পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।